সুমন দত্ত: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে রচনা , সঙ্গীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা জেলা প্রশাসন।
বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা ভবনে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলার প্রশাসক জনাব মো. শহীদুল ইসলাম। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বক্তব্য দেন ডিসি শহীদুল ইসলাম। অনুষ্ঠানে শিশু কিশোরদের মাঝে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত কেক কাটেন তিনি। শিশুদের নিজ হাতে কেক খাইয়ে দেন । প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকানিউজ২৪ডটকম