মো: শেখ ফরিদ: গুজব তাড়া করছে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীকে ছুটছে নিজ নিজ প্রতিষ্ঠানে প্রত্যায়নপত্রের জন্য, আবেদন করলে পাবে টাকা। ভীড় জমাচ্ছে টাইপরা্ইটারের দোকানে। প্রত্যায়নপত্র আর ইন্টারনেটে আবেদন বাবদ গুনতে হচ্ছে ১০০/৩০০ টাকা। করোনাকালীন সময়ে প্রতি শিক্ষার্থীকে সরকার ১২ হাজার টাকা দেবে গুজবে এমন তুলকালাম কাণ্ড সারাদেশে।
তবে উক্ত গুজবের বিষয়ে শিক্ষামন্ত্রণালয়ের সতর্ক বিজ্ঞপ্তি প্রকাশ করে গত তিনদিন আগে। আজ ঘটে যাওয়া ঘটনা বিষয়ে শিক্ষামন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক প্রশ্নের জবাবে ঢাকানিউজ২৪ডটকম কে বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষামন্ত্রণালয় প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের অনুদান দিয়ে থাকে। যার আবেদনের শেষ দিন ছিল আজ তাই হয়ত এমনটি হয়ে থাকতে পারে।
এসময় তিনি আরো বলনে, এ অনুদান করোনাকালীন কোন প্রণোদনা নয়, যথারীতি ক্যাটাগরিতে পরলে তারাই শুধু অনুদান পাবে, তবে যেকেউ আবেদন করতে পারে।