নিউজ ডেস্ক: গণফোরামের ষ্টিয়ারিং কমিটির সভা বীর মুক্তিযোদ্ধা জনাব মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন ডিজিটাল আইনে আটক অবস্থায় লেখক মোস্তাক আহমেদ এর মৃত্যুর বিষয় নিয়ে গাজীপুর জেলা প্রশাসকের নেতৃত্বে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তা অবিলম্বে বাতিল করে-
উচ্চ আদালতের বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় তদন্দ কমিটি গঠন করে অনতিবিলম্বে সুষ্ঠ তদন্ত করে রিপোর্ট জনসুম্মুখে প্রকাশ করার জন্য জোড় দাবি জানান।
নেতৃবৃন্দ এই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনরত ছাত্র জনতার উপর বর্বরোচিত হামলার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানায় এবং আটক নেতৃবৃন্দদের অবিলম্বে মুক্তির দাবি জানান।
সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবু সাঈদ, এড. সুব্রত চৌধুরী, জামাল উদ্দিন আহমেদ, এড. জগলুল হায়দার আফ্রিক, এড. মোহসিন রশিদ, এড. মহিউদ্দিন কাদের, আইয়ুব খান ফারুক, খান সিদ্দিকুর রহমান, এড. হেলাল উদ্দিন, আব্দুর রহমান জাহাঙ্গীর. লতিফুল বারী হামিম, মোঃ আতাউর রহমান, মুহাম্মদ রওশন ইয়াজদানী।