নিউজ ডেস্ক: বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিয়ে আরেকটি নৌবাহিনীর জাহাজ ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে। ওই জাহাজে মোট ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গা রয়েছে।
ভাসানচরে নিয়ে যাওয়া রোহিঙ্গাদের বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া ক্যাম্প আনা হয়। তারপর সেখান থেকে চট্টগ্রাম নগরের বিএ শাহীন কলেজ মাঠ রাখা হয়।
এরপর পতেঙ্গা বন্দর থেকে ভাসানচরের উদ্দেশে যাত্রা করে রোহিঙ্গাদের দলটি। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামছু-দ্দৌজা এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশের দুই হাজার ৩১২ কোটি টাকা ব্যয়ে নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের জন্য আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করে সরকার।
গত ৩ ডিসেম্বর কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচর নিয়ে যাওয়া শুরু করে সরকার।
দ্বিতীয় দফায় ২৯ ডিসেম্বর ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা সেখানে নিয়ে যাওয়া হয়।