নিউজ ডেস্ক: কোপা ডেল রে কাপে শেষ ষোলতে উঠল বার্সেলোনা।
বুধবার প্রতিপক্ষ রায়ো ভাইয়েকানোকে হারিয়ে শেষ ১৬ তে জায়গা নিয়েছে তারা।
তবে খেলার প্রথমার্ধে আচমকা গোল করে এগিয়ে যায় দ্বিতীয় সারির এই দলটি। তবে বেশিক্ষণ স্থায়ী থাকেনি সেই এগিয়ে যাওয়া।
এর ৬ মিনিট পরই বার্সা ত্রাণকর্তা লিওনেলমেসি গোল করে খেলায় সমতা আনেন। পরে দ্বিতীয়ার্ধে ৮০তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা।
মেসির ডি-বক্সে উঁচু করে বাড়ানো বল ধরে ছয় গজ বক্সের মুখে বাড়ান জর্দি আলবা। সময়মতো সেখানে ছুটে যাওয়া ডি ইয়ং অনায়াসে ডান পায়ের টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন।
ঢাকানিউজ২৪ডটকম