
নিউজ ডেস্ক: করোনার কারণে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত সোমবার এক ঘোষণায় ট্রাম্প সেই নিষেধাজ্ঞা তুলে দেবেন বলে জানান।
ট্রাম্পের এই ঘোষণা কার্যকর হবার আগেই জো বাইডেন নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দেন। বাইডেনের ট্রানজিশনাল টিমের প্রেস সেক্রেটারি জেন পাসকি বলেন, আমরা ট্রাম্পের এই ঘোষণার সঙ্গে একমত নই।
আমরা মেডিকেল টিমের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। তারা এ নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে কোনো ইচ্ছা প্রকাশ করেনি। ইউরোপে নতুন করে করোনা দেখা দেয়ায় এই নিষেধাজ্ঞা আগামীতে থাকবে। এটাই নিশ্চিত করে বলেন তিনি।
সূত্র, রয়টার্স, বিবিসি
ঢাকানিউজ২৪ডটকম/এসডি