নিউজ ডেস্ক: মুন্সিগঞ্জ শহরের মাঠপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৭ই জানুয়ারি ২০২১ রবিবার রাত ৮টায় সংলগ্ন সড়কে দুর্বৃত্তরা বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জাতীয় কমিটির সদস্য ও বাপা মুন্সিগঞ্জ আঞ্চলিক শাখার সম্মানিত সভাপতি এডভোকেট মুজিবুর রহমানের উপর হামলা চালায় এবং প্রাণ নাশের চেষ্টা করে।
এ হামলায় তাঁর বামহাতের কনুইয়ের জয়েন্ট ভেঙ্গে যায় এবং তিনি মাথায় আঘাত প্রাপ্ত হন। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এমন ন্যাক্কারজনক আক্রমণ ও হামলার ঘটনায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রিয় কমিটি তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং দ্রুত দোষী ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের জোর দাবী জানাচ্ছে।
ঢাকানিউজ২৪ডটকম