নিউজ ডেস্ক: সোমবার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর কার্য-নির্বাহকবর্গ এবং পরিচালকমন্ডলীর দ্বি-বার্ষিক (২০২১-২০২৩) নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), (চেয়ারম্যান, ইভেন্স গ্রুপ এবং সাবেক সভাপতি, বিজিএমইএ) বিসিআই এর সভাপতি, মিসেস প্রীতি চক্রবর্ত্তী (চেয়ারম্যান, ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল লি: এবং পরিচালক, এফবিসিসিআই) এবং জনাব শহিদুল ইসলাম নিরু (পরিচালক, ইকোক্যাম বাংলাদেশ প্রা: লি:) যথাক্রমে উর্ধতন সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত ২৪ জন পরিচালকমন্ডলীর তালিকা নিম্নরূপ।
অর্ডিনারী ক্লাস (১৬ জন) এসোসিয়েট ক্লাশ (৮ জন)
০১ জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) ১ মিসেস প্রীতি চক্রবর্ত্তী
০২ জনাব জাহাঙ্গীর আলম ২ জনাব শহিদুল ইসলাম নিরু
০৩ জনাব দেলোয়ার হোসেন রাজা ৩ জনাব রঞ্জন চৌধুরী
০৪ জনাব মোহাম্মদ ঈসমাইল হোসেন ৪ জনাব জিয়া হায়দার মিঠু
০৫ রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাব্বত উল্লাহ ৫ জনাব শাহ আলম লিটু
০৬ জনাব মোহাম্মদ ইউনুছ ৬ জনাব চৈতন্য কুমার দে (চয়ন)
০৭ জনাব এম. এ. রাজ্জাক খান ৭ জনাব নাজমুল আনোয়ার
০৮ জনাব এস এম শাহ্ আলম মুকুল ৮ জনাব মোহাম্মদ ইসহাকুল হোসেন সুইট
০৯ মিসেস রেহানা রহমান
১০ জনাব মিজানুর রহমান
১১ জনাব আবুল কালাম ভূঁইয়া
১২ জনাব যশোদা জীবন দেব নাথ
১৩ জনাব মো: শাহিদ আলম
১৪ জনাব কে. এম. রিফাতউজ্জামান
১৫ জনাব রুসলান নাসির
১৬ জনাব মো: খায়ের মিয়া
উল্লেখ্য যে, বিসিআই এর কার্যনির্বাহকবর্গ এবং পরিচালকমন্ডলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সূত্র: প্রেস বিজ্ঞপ্তির।
ঢাকানিউজ২৪ডটকম