নিউজ ডেস্ক: ফেডারেশনে কাপের শিরোপা ধরে রাখলো বসুন্ধরা কিংস। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা সাইফ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলের ব্যবধানে হারায়।
বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন আর্জেন্টিনার ফুটবলার রাউল অস্কার বেচেরার।
ম্যাচের ৫২ মিনিটে ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজের মাঝমাঠ থেকে বাড়ানো বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে গোল করেন আর্জেন্টাইন রাউল অস্কার বেচেরা।
ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগে ওঠার পর এটি বসুন্ধরা কিংসের চতুর্থ ট্রফি জয়। অভিষেক আসরে দলটি জিতেছিল প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপ। গত মৌসুমে জিতেছিল ফেডারেশন কাপ।
অন্যদিকে সাইফ স্পোর্টিং ক্লাব এই প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল। অনেকগুলো চান্সও পেয়েছিল গোল শোধ করার।
ফাইনালে দুইদলের একাদশ
বসুন্ধরা কিংস: আনিসুর রহমান জিকু, তপু বর্মন (অধিনায়ক), বিশ্বনাথ ঘোষ, মাসুক মিয়া জনি, মোহাম্মদ ইব্রাহিম, জোনাথন ফার্নান্দেজ, রাউল অস্কার বেচেরা, রবসন সিলভা, মতিন মিয়া, খালেদ সাফেই ও রিমন হোসেন।
সাইফ স্পোর্টিং ক্লাব: পাপ্পু হোসেন, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, সিরোজিউদ্দিন, রিয়াদুল হাসান রাফি (অধিনায়ক), ফয়সাল আহমেদ ফাহিম, জন ওকোলি, শাহেদুল আলম শাহেদ, আরিফু রহমান, ইমানুয়েল আরিওয়াচুকু ও কেনেথ নোকে।
রেফারি : জালাল উদ্দিন।
ঢাকানিউজ২৪ডটকম