নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোল্লাহাটে অগ্নিকাণ্ডে তিনটি বসত ঘর পুড়ে গেছে। তবে পুড়ে যাওয়া ঘরে পবিত্র কুরআন শরীফ অক্ষত অবস্থায় রয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কোদালিয়া গ্রামে জাহিদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ জাহিদ মোল্লা জানান, রাতে রাইচ কুকারে ভাত তুলে দিলে কিছুক্ষণের মধ্যে সেটি বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আসতে আসতে আগুনে ৩টি ঘর পুড়ে যায়। তবে ঘরে রাখা পবিত্র কুরআন শরীফ অক্ষত অবস্থায় রয়েছে।