নিউজ ডেস্ক: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র। সরকারী অনুদানের পাশাপাশি এতে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন জয়া আহসান। উপন্যাসটির প্রধান চরিত্র মিসির আলি। রয়েছে রানু। দুটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও জয়া আহসান।
১৯ অক্টোবর দেশের ২৯টি হলে মুক্তি পাবে ’দেবী’।কেবল রাজধানীর স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ১০টি করে শো চালানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।
রাজধানীর যেসব সিনেমা হলে:
‘দেবী’ মুক্তি পাবে সেগুলো হলো- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), বলাকা, শ্যামলী, মধুমিতা, চিত্রামহল, পুনম।
ঢাকার বাইরে যেসব হলে:
সেনা (সাভার), পূর্বাশা (সান্তাহার), গ্যারিসন (কুমিল্লা),নিউ মেট্রো ( নারায়ণগঞ্জ), চম্পাকলি (তঙ্গি), বর্ষা (জয়দেবপুর), আলমাস ( চট্টগ্রাম), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), অভিরুচি (বরিশাল), নন্দিতা (সিলেট), লিবার্টি (খুলনা), মনিহার (যশোর), শংখ (খুলনা)।
মর্ডান (দিনাজপুর), শাপলা (রংপুর), রূপকথা (পাবনা), মানসী (কিশোরগঞ্জ), সোনিয়া (বগুড়া), মম ইন (বগুড়া), ছায়াবানী (ময়মনসিংহ), হীরামন (নেত্রকোনা), সত্যবতী (শেরপুর)।