জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে পৌর স্বাস্থ্য সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় ফিতা কেটে এ সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
উদ্বোধন শেষে উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম, প্যানেল মেয়র নূর হোসেন,থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু বকর সিদ্দীক, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল শহীদ মুন্না, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মীর রেজাউল করিম, জয়পুরহাট সদর আ.লীগের সম্পাদক ও দোগাছী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম,জেলা ছাত্রলীগ সম্পাদক আবু বকর সিদ্দিক রেজা ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আকরাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রিন্স, ঢাক