নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ২৮টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।
বুধবার ভোররাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি রণজিত কুমার বড়ুয়া।
পুলিশের প্রাথমিক ধারণা, রান্নার গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি রণজিত বলেন, ‘বুধবার ভোররাতে টেকনাফের চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে অসতর্কতা বশত আকস্মিক আগুন লেগে যায়। এতে পলিথিন, বাঁশ ও গাছের খুঁটির ঝুপড়ি ঘর আগুনে সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।’
‘অগ্নিকাণ্ডে ২৮টি রোহিঙ্গা পরিবারের বসতি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কেউ হতাহত হননি,’ বলেন ওসি।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান ওসি।
রণজিত কুমার বড়ুয়া জানান, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের তাৎক্ষণিকভাবে সহায়তার জন্য সংশ্লিষ্টরা ব্যবস্থা নিচ্ছেন।