এম শাহবান রশীদ চৌধুরী মৌলভীবাজার প্রতিনিধি ::
স্বাধীন নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। ‘সংবিধান অনুযায়ী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, কেউ ঠেকাতে পারবে না। নির্বাচন বানচালের চেষ্টা করে কোন লাভ হবে না। জ্বালাও পোড়াও করেও কেউ পার পাবে না। নির্বাচনী মাঠে আসুন। মাটে খেলা হবে। ২০১৪ সালে খালেদা জিয়ার দল মানুষ-পুলিশ হত্যা করে নির্বাচন বন্ধ করতে চেয়েছিল, পারেনি। নির্বাচনী ট্রেন মিস করে আম-ছালা সবই গেছে। এবারও পারবে না। নির্বাচন ঠেকানোর সাধ্য কারো নেই। ডিসেম্বরে ফাইনাল খেলা হবে।
মঙ্গলবার (৪সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোঃ নাসিম এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, ‘আগামী নির্বাচনের আগে মৌলভীবাজারে মেডিকেল কলেজ এর কাজ শুরু হবে। ২৫০ শয্যা হাসপাতালে আইসিইউ ও সিসিইউ স্থাপন হবে। জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অ্যাম্বুলেন্স, পর্যাপ্ত চিকিৎসক সহ চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে।
স্থানীয় সংসদ সদস্য হুইপ মোঃ শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আব্দুল মতিন এমপি, স্বাস্থ্য বিভাগের পরিচালক হাসেম খান, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ভীরেন্দ্র ভৌমিক, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলশান আরা মিলি, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, জুড়ী ইউএনও অসীম কুমার বণিক, জুড়ী উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বদরুল হোসেন প্রমুখ।