নিউজ ডেস্ক: ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর দুই বছর ধরে জারি থাকা জরুরি অবস্থা প্রত্যাহার করেছে তুরস্ক।
স্থানীয় সময় বুধবার এ ঘোষণা দেওয়া হয় বলে দেশটির সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।
রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রেসিডেন্ট পদ নির্বাচনে জয়ী হওয়ার কয়েক সপ্তাহ পরেই জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা এল।
বিবিসি জানায়, জরুরি অবস্থার সময় লাখ লাখ মানুষ চাকরিচ্যুত হয়েছন; গ্রেফতার হয়েছেন অনেকেই।
তুরস্ক সেনাবাহিনীর একটি অংশ ২০১৬ সালের ১৫ জুলাই অভ্যুত্থানের চেষ্টা করে। অভ্যুত্থানের সময় সামরিক বিমান থেকে পার্লামেন্টে বোমাবর্ষণ করা হয়েছিল এবং আড়াইশোরও বেশি লোক নিহত হয়েছিলেন।
তুরস্কের জনগণ অভ্যুত্থান ব্যর্থ করে দেয়। ব্যর্থ ওই অভ্যুত্থানের পরই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
নির্বাচনের সময় ক্ষমতায় গেলে জরুরি অবস্থা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন এরদোয়ানের প্রতিদ্বন্দ্বিরা।
অভ্যুত্থানের জন্য যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে থাকা ইসলামপন্থি তুর্কি নেতা ফেতুল্লাহ গুলেন ও তার সমর্থকদের দায়ী করেছে তুরস্ক। তবে অভিযোগ অস্বীকার করেছেন গুলেন।