চট্টগ্রাম প্রতিনিধি: র্যাব চট্টগ্রামের একটি দল অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৪৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মোঃ নজরুল ইসলাম (৪৫) ও মোঃ রশিদ (২৮)। গতকাল শুক্রবার দুপুরে জেলার সীতাকুন্ড থানাধীন স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান, পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রিন্স, ঢাকা