নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: নানা আয়োজনে ময়মনসিংহে এনটিভির ১৬ বছরে পদার্পনপুর্তি উদযাপিত হলো। বর্ষপুর্তি উপলক্ষে সোমবার দুপুরে ময়মনসিংহ সিটি প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কেক কাটা।
অনুষ্ঠানে অংশ নেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায়, ময়মনসিংহ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নজিব আশরাফ, সিটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক মতিউল আলম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নজরুল ইসলাম।
সময় টিভির ব্যুারোচীফ হারুনুর রশিদ, ক্যামেরা পার্সন হোসেন আলী, যমুনা টেলিভিশনের ব্যুরোচীফ হোসাইন সাহিদ, ক্যামেরাপার্সন দেলোয়ার হোসেন, দৈনিক জনতার ময়মনসিংহ প্রতিনিধি সিরাজুল হক সরকার, দিনকাল জেলা প্রতিনিধি আমানুল্লাহ আকন্দ জাহাঙ্গীর, ভোরের কাগজের প্রতিনিধি রুহুল আমীন খান, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান মিলন, দেশ টিভির জেলা প্রতিনিধি ইলিয়াস আহমেদ, ডেইলি ট্রাইব্যুনাল পত্রিকার ব্যুরোচীফ কামরুল হাসান ও ময়মনসিংহ প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক বজ্রশক্তির জেলা প্রতিনিধি মফিজ উদ্দিন, দৈনিক মাটি ও মানুষ পত্রিকার বার্তা সম্পাদক বিল্লাল হোসেন প্রাপ্ত, এবং ফটো সাংবাদিক মো কামাল।
বক্তারা এনটিভির পেশাদারি সাংবাদিকদার প্রশংসা করে এই ধারা অব্যাহত রাখার ওপর জোড় দেন।