স্টাফ রিপোর্টার: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, পাকিস্তানি প্রেতাত্মারা এখনো সক্রিয়, তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সন্তানদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। তিনি আজ ঢাকায় বিআইডব্লিউটিএ ভবনে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও প্রজন্ম সমন্বয় পরিষদ বিআইডব্লিউটিএ ইউনিট আলোচনা সভার আয়োজন করে।
শাজাহান খান বলেন, জাতির পিতার আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে একটি উন্নত দেশে পরিণত করতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার সরকারের সময়ে দেশের উন্নয়ন হয়েছে, এদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আসিবুর রহমান খান, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা এ বি এম সুলতান আহেমদ, অতিরিক্ত সচিব ভোলা নাথ দে প্রমুখ বক্তব্য রাখেন।