ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদীতে মহান স্বাধিনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রিয় নির্বাহী সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন বিশাল মোটর শো-ডাউন করেছেন।
ঈশ্বরদীর দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিনি পিকআপে শত শত মহিলার অংশগ্রহনে সড়ক শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি পাবনা রোড, ঈশ্বরদীর অরনকোলা, শহরের চাঁদ আলী মোড়, ষ্টেশন রোড, রেলগেট, আলহাজ্ব মোড়, আই কে রোড, জয়নগর বোর্ড অফিস, লালন শাহ সংযোগ সড়ক হয়ে দাশুড়িয়া ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে রফিকুল ইসলাম লিটন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন রুপকল্প নয়, এখন বাস্তবে রুপ পেতে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে।
দেশ ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়েই চলেছে। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় থাকলে জননেত্রী শেখ হাসিনার ভিশন অনুযায়ি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের বিকল্প নেই। তিনি দলীয় হানাহানী ভুলে নৌকা মার্কার পক্ষে সকল নেতাকর্মীকে ভোটের মাঠে কাজ করার আহবান জানান।
নতুনত্ব নিয়ে ব্যাতিক্রমী এই মোটর শো-ডাউনে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, সহ-সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি ইমরুল কায়েস দারা, স্বেচছাসেবকলীগ কেন্দ্রিয় নেতা সৈয়দ শুভ্র, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রুহুল আমিন, ঈশ্বরদী উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক আতিয়া ফেরদৌস কাকলী, আওয়ামীলীগ নেতা সূর্য্য প্রামানিক, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সজিব মালিথা, দাশুড়িয়া ইউপির সাবেক মেম্বার এনামূল হক, মুক্তিযোদ্ধা সন্তান ঐক্যমঞ্চের ঈশ্বরদী উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মালিথা, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, ছলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান স্বপন, ছাত্রলীগ নেতা সোহাগ মাহামুদ বিশ্বাস সজল প্রমূখ। বর্ণাঢ্য এই শো-ডাউনে কয়েক’শ মহিলা বিভিন্ন ব্যানার, ফেষ্টুন ও প্লেকার্ড নিয়ে অংশ গ্রহণ করেন।
প্রিন্স, ঢাকা