এম শাহবান রশীদ চৌধুরী মৌলভীবাজার প্রতিনিধি :: কুলাউড়া ডিগ্রি কলেজের আয়োজনে বৃহস্পতিবার কুলাউড়ার কৃতি সন্তান ইষ্ট কোষ্ট গ্রুপ ও প্রাইম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আজম জে চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
কলেজের গভর্ণিং বডির সভাপতি মোঃ আব্দুল মতিন এমপির সভাপতিত্বে ও জীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মশিউর রহমান ও ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ বদরুল ইসলামের যৌথ পরিচালনায় কলেজ শিক্ষক মিলনয়াতনে সংবর্ধিত অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি আজম জে চৌধুরী তার ব্যক্তিগত পক্ষ থেকে কলেজে একটি একাডেমিক ভবন নির্মাণ করে দেয়াসহ কলেজের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল।
বিশেষ অতিথি ছিলেন আজম জে চৌধুরীর সহধর্মিণী মেরিনা ইয়াছমিন চৌধুরী, কুলাউড়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান,সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম শাহজালাল, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মূসা, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম, কলেজ গভর্ণিং বডির সদস্য খন্দকার মুহিবুর রহমান মলাই, ঢাকাস্থ কুলাউড়া সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জসিম উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিং বডির সাবেক সদস্য আব্দুস শহীদ মাখন, দাতা সদস্য ফরহাদ আহমদ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম মছব্বির আলী, ডেইলী স্টারের জেলা প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, প্রাইম ব্যাংকের কুলাউড়া শাখার ব্যবস্থাপক নাসির উদ্দিন আহমদ লাভলু, দৈনিক মৌমাছি কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার মাহফুজ শাকিলসহ কলেজের শিক্ষক,শিক্ষার্থীসহ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
মানপত্র পাঠ করেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মোছাঃ শাহিদা খানম।