নিউজ ডেস্ক: দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি দমনে যা যা করা দরকার সবই করা হবে। বুধবার রাজধানীর সেগুন বাগিচাস্থ কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে স্বাধীনতা ও মানুষের মুক্তির কথা রয়েছে।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আমৃত্যু মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন। মুক্তির প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি। মানুষের মুক্তির জন্য দুর্নীতি দমনে যা যা করা দরকার সবই আমরা করতে চাই।’
দুদক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নিজেরা শতভাগ দুর্নীতিমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করুন। আসুন, নিজেদেরকে আমরা পরিবর্তন করি।