নিউজ ডেস্ক : বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে আজ শনিবার ঢাকায় কালো পতাকা প্রদর্শন করবে বিএনপি।আজ বেলা ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করা হবে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে বলেছেন, ঢাকায় যে সমাবেশ করার কথা ছিল, এই সমাবেশ পুলিশ করতে না দেওয়ার পৈশাচিক জীঘাংসার প্রতিবাদে আমরা শনিবার ঢাকায় কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেটা সংশোধন হয়ে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি হবে।
দলের নেতাকর্মী ও সমর্থকরা রাজধানীর যে কোনো স্থান থেকে কালো পতাকা হাতে এ কর্মসূচি করতে পারবে। বিএনপির দপ্তর থেকেও এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারা থাকবেন।