নিউজ ডেস্ক : আওয়ামী লীগ একতরফা নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, নির্বাচন কমিশনের উচিত দুই দলকে সমান অধিকার দেওয়া।
মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন ব্যারিস্টার মওদুদ আহমদ।
মওদুদ বলেন, প্রচারণা তো দূরে থাক, তাদের (বিএনপি) কোনো ঘরোয়া বৈঠকও করতে দেওয়া হয় না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ব্যারিস্টার মওদুদ বলেন, ‘তিনি প্রকাশ্যে বলেছেন যে, ডিসেম্বর মাসে নির্বাচন হবে এবং তিনি সকলকে নৌকা মার্কায় বাক্সে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এই ব্যাপারে আমার কিছু বলার নেই। শুধু এইটুকু বলার, নির্বাচন কমিশনের এখন উচিত হবে, হয় তাদেরকে বন্ধ করে দেওয়া, আর নাইলে আমাদেরকেও সমান সুযোগ দেওয়া যাতে আমরাও নির্বাচন প্রচারাভিযানে নামতে পারি। আমাদেরকে একটা ঘরোয়া বৈঠক করতে দেয় না।’
সিলেটে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট চাইলেন নৌকা মার্কায়। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘দুই হাত তুলে ওয়াদা করেন যে নৌকা মার্কায় ভোট দেবেন।’
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ হাত পেতে চলবে না। বাংলাদেশ বিশ্বসভায় মাথা উঁচু করে চলবে। বাংলাদেশ উন্নত হবে, সমৃদ্ধশালী হবে। বাংলাদেশের মানুষ দেশে ও বিদেশে সম্মানের সঙ্গে এগিয়ে যাবে। সেটাই আমাদের লক্ষ্য। আর এ লক্ষ্য পূরণ করতে হলে আগামী নির্বাচন, যে নির্বাচন আগামী ডিসেম্বর মাসে হবে, সে নির্বাচনেও আমরা আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। নৌকা স্বাধীনতা এনে দিয়েছে, নৌকা সমৃদ্ধির পথ দেখিয়েছে, নৌকা উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা ওয়াদা করেন, দুই হাত তুলে ওয়াদা করেন যে নৌকা মার্কায় ভোট দেবেন।’