ঈশ্বরদী সংবাদদাতা: মোটরসাইকেল চুরি সিন্ডিকেডের দু’সদস্য গ্রেফতার ও তিনটি মোটরসাইকেলসহ আজ সোমবার ঈশ্বরদী থানায় র্যাবের পক্ষ থেকে সরঞ্জামাদি উদ্ধার সংক্রান্ত মামলা করা হয়েছে।
শনিবার রাতে মোটরসাইকেল চোর তিতাস খন্দকার ও রাসেলকে তিনটি চোরাই মোটর সাইকেলসহ মোটর সাইকেলের চেসিস ও ইঞ্জিন নম্বর পরিবর্তন করার বিভিন্ন যন্ত্রপাতি এবং অবৈধ কাগজপত্র উদ্ধার করা হয়।
র্যাব-১২’র স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার রমজান আলীর নেতৃত্বে ঈশ্বরদীর বাঁশের বাদা স্কুল পাড়ায় অভিযান চালানো হয়।
অভিযানে বাঁশের বাদা স্কুল পাড়ার মৃত আজিজ খন্দকারের ছেলে তিতাস খন্দকার ও কেরু মল্লিকের ছেলে রাসেলকে গ্রেফতার ও উদ্ধার করা হয় তিনটি চোরাই মোটর সাইকেলসহ মোটর সাইকেলের চেসিস ও ইঞ্জিন নম্বর পরিবর্তন করার বিভিন্ন যন্ত্রপাতি এবং অবৈধ কাগজপত্র।
পলাতক আসামীরা পরষ্পর যোগসাজসে দীর্ঘ দিন যাবত অবৈধ ভাবে রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল নিজ নিজ হেফাজতে রেখে মোটর সাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর খোদাই করে পরিবর্তন করার পর বিক্রয় করে আসছিল।