ঠাকুরগাঁও প্রতিনিধি : সরকারী চাকরীতে আবেদনের বয়সসীমা নুন্যতম ৩৫ বছরে উন্নীত করার দাবিতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সাধারন ছাত্র পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শনিবার (২৭ জানুয়ারি ) বেলা ১২ টায় শহরের চৌরাস্তায় এ মানব বন্ধনটি। এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে একটি র্যালি বের হয়।
বাংলাদেশ সাধারন ছাত্র পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারন ছাত্র পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সহ সভাপতি জিয়ারুল ইসলাম, সহ সভাপতি মোকসেদ আলী, সাধারন সম্পাদক নাজমুল হুদা সোহান। এ সময় আরো বক্তব্য দেন সংগঠনটির সদস্য আরিফ ,মিল্টন,বদিউজ্জামান, আনোয়ার , হেলাল ও দিপক।
বক্তারা বলেন, অবিলম্বে সরকারী চাকরিতে আবেদনের বয়সসীমা নুন্যতম ৩৫ না করা হলে কঠোর আন্দোলনে যাব আমারা।
প্রিন্স, ঢাকা