নিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে ওই নির্বাচনের তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না তার জবাব দিতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করা হয়েছে।
গত ৯ জানুয়ারি ডিএসসিসির নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ওই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে পরে আদালতে রিট করেন ডেমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নুল আবেদিন।
১৪ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করা রিটে মন্ত্রীপরিষদ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ঢাকার জেলাপ্রশাসকসহ (ডিসি) ১৮ জনকে বিবাদী করা হয়।