নিউজ ডেস্ক: শপথ নিয়েছেন সরকারের মন্ত্রিসভায় নতুন চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ। প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল ও প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কাজী কেরামত আলী।
বিজয় বাংলা কিবোর্ডের উদ্ভাবক মোস্তফা জব্বার যেহেতু সংসদ সদস্য নন, সে মর্মে মন্ত্রিসভার টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ পাঠ করেছেন।
এর আগে আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুপুর আড়াইটা নাগাদ গাড়ি পাঠানো হয় হবু মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাড়িতে। বেলা সাড়ে ৪টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। পরে বেলা ৪টা ৪০ মিনিটের দিকে বঙ্গভবনে আসেন সংসদ সদস্য কাজী কেরামত আলী। মৎস্য ও প্রাণি সম্পদ বিভাগের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আসেন ৪টা ৫০ মিনিটে। সব শেষে বঙ্গভবনে আসেন প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। তিনি বেলা ৪টা ৫৫ মিনিটে পৌঁছান বঙ্গভবনে।