নিউজ ডেস্ক: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘের ভোটে হেরে যেয়ে বিব্রতবোধ করলেও মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র আশাবাদি।
জাতিসংঘের বিপুল সংখ্যক সদস্য রাষ্ট্র ট্রাম্পের জেরুজালেমকে ইসরাইলী রাজধানীর সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেয়।
ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট প্রদানকারীরদের মধ্যে ইউএসের বন্ধু রাষ্ট্র, তাদের অর্থ গ্রহনকারী দেশ রয়েছে। খবর এএফপি’র।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিকি হালি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার সিদ্ধান্তের বিরোধীতাকারী দেশের নাম সংগ্রহ করছেন।
ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স ইতিমধ্যে চলতি সপ্তাহের মধ্যপ্রাচ্য সফর বাতিল করেছেন। সফরকালে ফিলিস্তিন ও আরব খ্রীষ্টান নেতৃবৃন্দ তার সাথে দেখা করতে আগ্রহ ছিলো না।