রাউজান প্রতিনিধি: রাউজান হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা মনুপেটান তালুকদার বাড়ীর বীর মুক্তিযুদ্ধা মাহমুদুল হক শনিবার রাত দশটায় চমেকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। তার বয়স হয়েছিল ৬৪ বছর।
তিনি স্ত্রী,এক ছেলে এক মেয়ে সহ আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল রোববার সকাল সাড়ে দশটায় দরগাহ বাজার জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী,উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল,উপজেলা আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দিন,উপজেলা মুক্তিযুদ্ধা পরিবার, স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযুদ্ধা শফিকুল ইসলাম,রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি এম বেলাল উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।
প্রিন্স, ঢাকা