আইফোন এক্স আগেই অর্ডার করে রেখেছিলেন। কিন্তু সেটি আনতে গিয়ে যে কাণ্ড ঘটালেন ভারতীয় যুবক, যা রূপকথাকেও হার মানিয়ে দেয়।
এতদিন রীতি ছিল সাদা ঘোড়ায় চড়ে ব্যান্ড বাজিয়ে বউ আনতে যায় বর। পাল্লিভাল নামের এই যুবকও তাই করেছেন। তবে বরযাত্রীর বেশে পাল্লিভাল বউ নয়, ফোন আনতে গিয়েছিলেন!
ঘোড়ায় চড়া অবস্থায় তার হাতে ধরা ছিল একটি প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘আমি আইফোন এক্সকে ভালোবাসি। ‘ তার ভালবাসাটা সত্যিই বটে।
দোকান মালিক আশিষ থ্যাকের ফোনটি এনে তার হাতে দেন। আইফোন এক্স-এর মালিক হয়েছেন। সূত্র : হিন্দুস্থান টাইমস