নিউজ ডেস্ক; বিমসটেক প্রদর্শনী ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় যাচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।
১৫ সেপ্টেম্বর থেকে কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে তিন দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) এর আয়োজন করেছে। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন। ভারত সরকার এবং ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এর আমন্ত্রণে অনুষ্ঠানে শিল্পমন্ত্রী অতিথি হিসেবে যোগ দিচ্ছেন।
উল্লেখ্য, বঙ্গোপসাগরীয় বহুক্ষেত্রীয় প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতার উদ্যোগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি শক্তিশালী আঞ্চলিক অর্থনৈতিক জোট। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং থাইল্যান্ডের সদস্য। বিশ্বের মোট জনসংখ্যার শতকরা ২১ ভাগ অর্থাৎ ১.৩ বিলিয়ন মানুষ জোটভুক্ত দেশগুলোতে বাস করছে। দেশগুলোর সমষ্টিগত জিডিপির পরিমাণ ৭৫০ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ১৯৯৭ সাল থেকে এ জোটের সঙ্গে সম্পৃক্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে জোটভুক্ত দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। এতে তারা ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতে দ্বি-পাক্ষিক ও বহু-পাক্ষিক সহায়তার উপায় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি তারা নিজেদের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার, অংশীদারিত্ব বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর এবং শিল্পখাতে যৌথ বিনিয়োগের বিষয়ে মতবিনিময় করবেন।
অনুষ্ঠানে অংশগ্রহণের ফলে ভারতসহ বিমসটেকের অন্য সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বি-পাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগ তৈরি হবে।শিল্পমন্ত্রী ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন।