নিউজ ডেস্ক: সীমান্তে অনুমোদনহীন টাওয়ার স্থাপন ও ভাড়া নেয়ায় বাংলালিংককে ১৭ কোটি টাকা জরিমানা করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বুধবার কমিশন বৈঠকে অপারেটরটিকে এই জরিমানার সিদ্ধান্ত নেয় বিটিআরসি।
বিটিআরসি সূত্রে জানা যায়, সীমান্তে বাংলালিংকের ৪০টি অনুমোদনহীন টাওয়ার পাওয়া গেছে। এছাড়া ৬৯টি টাওয়ার ভাড়া নেয়ার ক্ষেত্রেও তাদের কোনো অনুমোদন ছিল না।
এর আগে ২০১৬ সালে সীমান্তে অপারেটরটির সাড়ে চার’শ অনুমোদনহীন টাওয়ার ভূতাপেক্ষ অনুমোদন দেয়া হয়। এসব টাওয়ার সীমান্তের সর্বোচ্চ আট কিলোমিটার ও সর্বনিম্ন শূন্য দশমিক ১৪ কিলোমিটার দূরত্বের ভেতরে বিটিআরসির অনুমোদন ছাড়াই স্থাপন করা হয়েছিল ।
আর এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে জরিমানা করা হবে বলে বাংলালিংককে তখন সতর্ক করেছিল নিয়ন্ত্রণ সংস্থা।
তারও আগে এয়ারটেলের অনুমোদনহীন ১৯১ টাওয়ার সীমান্ত এলাকায় পাওয়া যায়। সেবার যেহেতু এয়ারটেলকে মাফ করা হয়েছিল তাই বাংলালিংকও প্রথমবার ওই মাফ পায়।
এখন এই জরিমানার পর সীমান্তে অন্য অপারেটরের টাওয়ারের খোঁজও নেবে বিটিআরসি।