নিউজ ডেস্ক : উচ্চ আদালত নির্দেশ দিয়েছেন রাজধানীর মিরপুরের বিহারী ক্যাম্পগুলোতে আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ রাখতে।
বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোঃ সেলিমের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ শুনানি শেষে এই নির্দেশ দেন।
আদালত বলেন, এই রিটের পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত উচ্ছেদ বন্ধ রাখতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেন আদালত।
বিনা নোটিশে ঢাকা উত্তর সিটি করপোরেশন মিরপুরে উর্দুভাষীদের ক্যাম্পে উচ্ছেদ অভিযান চালালে উর্দুভাষী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলম সহ আরো ২ জন হাইকোর্টে রিট আবেদন করেন।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. জয়নুল আবেদীন এই রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন।