নিউজ ডেস্ক: পিরোজপুর প্রতিনিধি। পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ এর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় আঃলীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে মাল্যদান ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে নেতা কর্মীরা কেক কেটে স্বেচ্ছাসেবক লীগের প্রষ্ঠিাবার্ষিকী উদযাপন করা হয়।
শেষে স্বেচ্ছাসেবক লীগ মঠবাড়িয়া উপজেলা কমিটির সভাপতি আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলাআ.লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. এমাদুল হক খান, সহ সভাপতি আরিফ-উল-হক, সহ সাধারন সম্পাদক মো. জাহিদ উদ্দিন পলাশ সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন,দপ্তর সম্পাদক হারুন অর রশীদ উপজেল আঃলীগের সদস্য রিয়াজ উদ্দীন আহম্নেদ, সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন,পৌর ছাএলীগের সভাপতি শরিফুল ইসলাম রাজু পৌর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রুম্নান,কলেজ ছাএলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান মর্তূজা প্রমুখ।