দূর্গাপুর প্রতিনিধি : দুর্গাপুর প্রেসক্লাবে চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধারে পুলিশ এক স্বরনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
২৪ জুলাই সোমবার রাতে দুর্গাপুর প্রেসক্লাবে‘র জালানা ভেঙ্গে সোলার ব্যাটারী, কম্পিউটার মনিটর, ফ্যান সহ অন্যান্য মালামাল চুরি হয়ে যায়। থানায় অভিযোগ করার পর দুর্গাপুর সার্কেলের সিনিয়ার এ,এস,পি শাহ্ শিবলী সাদিক এর নির্দেশে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খাঁন হুমায়ুন কবির এর নেতৃত্বে একটি চৌকুস পুলিশ দল চুরি যাওয়া মালামাল উদ্ধারে মাঠে নামে।
গোয়েন্দা তথ্য সহ পুলিশের পেশাদারিত্বের বিভিন্ন কৌশল কাজে লাগিয়ে দেশওয়ালীপাড়া এক বসত ঘর এর খাটের নীচে মাটি খুড়ে বস্তা বন্ধি অবস্থায় সমস্ত মালামাল উদ্ধার করে ২৬ জুলাই বুধবার সন্ধ্যায়।
সার্কেল সিনিয়ার এ,এস,পি শাহ্ শিবলী সাদিক এর নির্দেশ ছিল ৪৮ ঘন্টার মধ্যে মালামাল উদ্ধার করে আসামী গ্রেফতার করতে হবে। তার নির্দেশনায় নির্ধারিদ সময়ের পূর্বেই মাত্র ২৪ ঘন্টায় এই সফল অভিযান সম্পন্ন হয়।