গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে হামিদ মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত হামিদ রামগোপালপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মিয়া বক্সের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টায় হামিদ বাড়ির পাশে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে খবর পেয়ে ঈশ্বগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা হামিদকে উদ্ধার করে ঈশ্বগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোহাম্মদ রুকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।