নিউজ ডেস্ক : ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগেই শেখ হাসিনার সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
ঈদের ছুটি শেষে বুধবার (২৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, ‘২০১৯ সালের ২৯ জানুয়ারির আগেই শেখ হাসিনার সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে অন্য কোনও কিছু হওয়ার সুযোগ নেই। আপনারা ডায়েরিতে লিখে রাখুন, আমি নিশ্চিত করে বলছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন।’