নিউজ ডেস্ক: প্রিয়জনের সঙ্গে ঈদ করে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। বুধবার রাজধানীর কয়েকটি বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, ঈদের ছুটি কাটিয়ে রাজধানীবাসী কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তবে যাত্রীদের সংখ্যা কম।
তিনদিনের ঈদের ছুটি শেষে গাবতলী বাস ষ্টেশনে দূর-দূরান্ত থেকে ফিরছে নগরবাসী। মহাখালী বাস স্টেশনেও একই চিত্র। এখানে ফিরছে ময়মনসিংহ, শেরপুর, মুক্তাগাছা, টাঙ্গাইল এলাকার মানুষ।
এদিকে নৌ পথেও ঢাকা ফিরতে শুরু করা যাত্রীর সংখ্যা এখনো খুব বেশি নয়। সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদের ছুটি শেষ করে ফিরছে দেশের দক্ষিণাঞ্চলের মানুষ।
কমলাপুর রেল স্টেশনে নেই গাদাগাদি ভিড়। ফেরার পথে নির্দিষ্ট স্টেশন থেকে সময়মত ট্রেন ছেড়েছে বলেও জানান যাত্রীরা। এছাড়া কমলাপুর স্টেশন থেকেও সময়মত ট্রেন ছেড়ে যাচ্ছে।
সরকারি অফিসে কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিও বাড়ছে। তবে রাজপথে বুধবারও যানজটের দেখা মেলেনি। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহ এভাবেই কেটে যাবে। আগামী সপ্তাহে স্বমহিমায় ফিরতে পারে রাজধানী।