নিউজ ডেস্ক: দেশের প্রখ্যাত অভিনয় শিল্পী(চলচ্চিত্র ও টিভি, মঞ্চ নাটক), খ্যাতিমান সংস্কৃতিজন, প্রগতিশীল ও মানব হিতৈষী জনাব গোলাম রফিক আজ ২৭ জুন, ২০১৭ মঙ্গলবার বেলা ১১.৪৫ মিনিটে ময়মনসিংহের নিবেদিতা ক্লিনিক-এ চিরবিদায় নিয়েছেন।
নামাজে জানাযা অদ্য আসরের নামাজের পর চরপাড়া নয়াপাড়া মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মাদ্রাসা কোয়ার্টারস্থ কবর স্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তাঁর একমাত্র কন্যা ডাঃ জান্নাত আফরোজ নূপুর সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।