নিউজ ডেস্ক: বাহুবলী নিয়ে যে ভারতীয়দের উন্মাদনা একদম করেনি সেটা আবারো টের পাওয়া গেল। আর তাই বোধহয় করণ জোহরের পার্টিতে কাটাপ্পা বরুণ ধাওয়ানের শিকার হতে হল ‘বাহুবলি’প্রভাসকে।
তবে ‘বাহুবলি’ মুক্তি পেয়েছে ইতোমধ্যেই ৫০ দিন হয়ে গেছে। তবু তার সাফল্যের ঘোড়া এখনও থামেনি। আর সেজন্য ‘বাহুবলি’ টিমের পক্ষ থেকে সব দর্শককে ধন্যবাদও জানানো হয়েছে। বাহুবলীর হিন্দি সংস্করণের প্রযোজনা করেছেন নামী বলিউড নির্মাতা করণ জোহর।
বাহুবলীর সাফল্য উদযাপনে রবিবার রাতে নিজের বাসায় একটি পার্ট দিয়েছিলেন করণ। সেখানে হাজির ছিলেন বাহুবলি ব্রাদারস, মানে প্রভাস ও রানা দাগ্গুবাতি দুজনেই ছিলেন আরকি। এছাড়াও পার্টিতে হাজির ছিলেন করণের ঘনিষ্ঠ আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান, রণবীর কাপুর, অর্জুন কাপুর ও আদিত্য রয় কাপুরের মত তারকরা।
তবে পার্টির মূল আকর্ষণ ছিলেন প্রভাস ও রানা। আর তাই বোধহয় প্রভাসকে পেয়ে নিজে কাটাপ্পা হওয়ার সুযোগ ছাড়েননি বরুণ। সে ছবি আবার নিজের টুইটারে পোস্ট করেছেন বরুণ।