নিউজ ডেস্ক: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বিএনপি-জামায়াতের দেশ ও উন্নয়ন বিরোধী সকল অপপ্রচার ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘সম্প্রতি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন-২০৩০ হলো, প্রকৃতপক্ষে বিভিষণ-২০৩০। বিএনপি হলো ঘরের শত্রু বিভিষণ।’
শুক্রবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও ভারত-বাংলাদেশ সম্পর্ক’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থপতি ইয়াফেস ওসমান একথা বলেন। বঙ্গবন্ধু পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য ডা. এস এ মালেক।
ইয়াফেস ওসমান বর্তমানে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যে কোন সময়ের চেয়ে বেশী শক্তিশালী উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে সেদেশের (ভারত) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রটোকল ভেঙে বিমানবন্দরের শেখ হাসিনাকে অভ্যর্থনা জানিয়েছেন।’
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. জিন্নাত ইমতিয়াজ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান, ফার্মেসি বিভাগের সাবেক ডীন অধ্যাপক আ ব ম ফারুক, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফায়েকুজ্জামান, সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক আতিকুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কাফি প্রমুখ বক্তব্য দেন। বঙ্গবন্ধু পরিষদের নেতা মতির রহমান লাট্টু ও আবদুল মমিন ভূঁইয়ার পরিচালনা করেন।