• ঢাকা
  • শনিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করার প্রস্তাব পাস  


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৫৪ পিএম
জাতিসংঘে
ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করার প্রস্তাব পাস  

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে সাধারণ পরিষদ।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সংস্থার সদরদফতরে স্থানীয় সময় গতকাল শুক্রবার এক ভোটাভুটির মাধ্যমে প্রস্তাবটি পাস হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ প্রস্তাব পাসেই সংস্থার পূর্ণ সদস্যপদ পাবে না ফিলিস্তিন। এর মাধ্যমে সাধারণ পরিষদে মিলবে বাড়তি কিছু সুবিধা।

ফিলিস্তিনিদের অধিকার আদায়ের অংশ হিসেবে পাস হওয়া এই প্রস্তাবনার ওপর প্রতীকী ভোটাভুটিতে ১৪৩টি দেশ ভোট দেয় পক্ষে, বিরোধিতা করে ৯টি দেশ আর ভোট দিতে বিরত থাকে ২৫টি দেশ।

প্রস্তাব পাস হওয়ার পর জাতিসংঘকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, এর মাধ্যমে প্রমাণ হয় বিশ্ববাসী ফিলিস্তিনের পক্ষে রয়েছে।

জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি, সন্ত্রাসী রাষ্ট্রকে স্বাগত জানাচ্ছে সংস্থাটি। ভোটাভুটির নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, এটি একতরফা প্রস্তাব।

গতকাল শুক্রবার ভোটাভুটি শুরুর আগে ফিলিস্তিুনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেন, এই মঞ্চে আমি শতবারেরও বেশি দাঁড়িয়েছি, তবে কখনোই এমন গুরুত্বপূর্ণ ভোটের আগে নয়, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image