• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনীয় ভোটকেন্দ্র থেকে প্রার্থীসহ আটক ৮


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৩৮ পিএম
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনীয় ভোটকেন্দ্র থেকে
প্রার্থীসহ আটক ৮

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার নির্বাচনীয় ভোটকেন্দ্র তেওয়ারীগঞ্জ ইউনিয়নে প্রভাব বিস্তার ও জাল ভোট দেওয়ার চেষ্টায় মেম্বার প্রার্থীসহ ৮ জনকে আটক করে।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে ইউনিয়নের পূর্ব চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করেন পুলিশ।

লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন ও রামগতি সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে ইউপি সদস্য প্রার্থী মো. নুর নবী ও মো. শাহজাহানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস আটক করেন।

কেন্দ্র থেকে একই অভিযোগে গিয়াস উদ্দিন ও মো. দিদারকে আটক করেন। এছাড়াও একই কেন্দ্র থেকে রোকেয়া বেগমকে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে আটক করেন। এর আগে হোসেনপুর উচ্চ বিদ্যালয় থেকে ৩ জনকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, সীমানা জটিলতার কারণে প্রায় ১৩ বছর স্থগিত ছিল লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ ইউনিয়নের নির্বাচন।

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী, দালাল বাজার, বাঙ্গাখাঁ, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নগুলো।

সকাল ৮ টা থেকে এসব ইউনিয়নের ৪৬ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৫টি ইউনিয়নে ২৮ জন চেয়ারম্যান, ২'শ ২৫ জন সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডে ৬৩ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ইউনিয়নগুলোতে ভোটার রয়েছে ১ লাখ ২২ হাজার ৯'শ ২৮ জন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image