• ঢাকা
  • সোমবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গাজীপুরে অবৈধ দখল থেকে সাড়ে ৭ একর বনভূমি উদ্ধার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:২৯ পিএম
গাজীপুরে অবৈধ দখল থেকে
সাড়ে ৭ একর বনভূমি উদ্ধার

স্টাফ রিপোর্টার : গাজীপুরে অবৈধ দখলদারদের কবল থেকে বনভূমি উদ্ধারে সর্বাত্মক অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বন বিভাগের সহায়তায় গত সাত দিনে অভিযান চালিয়ে শ্রীপুর ও গাজীপুর সদরে সাড়ে সাত একর বনভূমি উদ্ধার করা হয়েছে।

শ্রীপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা অভিযান চালিয়ে ফজলু পোলট্রি ফার্মের দখল থেকে এক একর ৩৫ শতাংশ, আল নুর হ্যাচারির দখল থেকে এক একর ৪১ শতাংশ, মাটির মায়া ইকো রিসোর্টের দখল থেকে এক একর ১৫ শতাংশ এবং ফাউগান ইকো রিসোর্ট থেকে ৩০ শতাংশ বনভূমি উদ্ধার করেন।

অন্যদিকে, গাজীপুর সদর ইউএনও ফয়সাল হক অভিযান চালিয়ে সদরের ম্যাক্সভ্যালী রিসোর্টের দখলে থাকা ৮৫ শতাংশ, অনন্ত ভবন থেকে ৯৫ শতাংশ, রাজেন্দ্র ইকো রিসোর্ট থেকে ৬৩ শতাংশ এবং গ্রীনটেক রিসোর্ট থেকে ৫৪.৫৪৭ শতাংশ বনভূমি উদ্ধার করেন।

অভিযানে সহকারী বন সংরক্ষক শামসুল আরেফিনসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মো. শফিকুল ইসলাম বলেন, অবৈধভাবে সরকারি বন দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 খুব শিগগির নদী, খাল ও বনভূমি দূষণের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image