• ঢাকা
  • সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দিনাজপুরে শুরু হয়েছে সাতদিনব্যাপী বৈশাখী মেলা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৫১ পিএম
মেয়র আবু তৈয়ব আলী দুলাল
দিনাজপুরে বৈশাখী মেলা

নিউজ ডেস্ক:  প্রতিবছরের মতো এবছরও দিনাজপুরে শুরু হয়েছে সাতদিনব্যাপী বৈশাখী মেলা। বৃহস্পতিবার রাত ৯ টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রধান আতথি হিসেবে ৭ দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল।  

মেলা উদযাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল হক ছুটুর সভাপতিত্বে উদ্বোনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব সুলতান কামাল উদ্দীন বাচ্চু, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, যুগ্ম সদস্য সচিব কামরুল হুদা হেলাল, দিনাজপুর নাট্য সমিতির সহ-সাধারণ সম্পাদক রবিউল আউয়াল খোকা, রাজিউদ্দীন চৌধুরী ডাব্লিউ, শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম ও প্রভাষক হারুন-উর-রশিদ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সংসদের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে লোকসংগীত পরিবেশন করা হয়।

এবারের মেলায় ১৬০টি স্টল স্থান পেয়েছে।

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image