• ঢাকা
  • বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বেসরকারি শিক্ষক বদলির নীতিমালা ৩ মাসের মধ্যে প্রণয়নের নির্দেশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:৪৯ পিএম
বেসরকারি শিক্ষক বদলির নীতিমালা প্রণয়নের নির্দেশ
হাইকোর্ট

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত  সারাদেশের শিক্ষকদের বদলির নীতিমালা ৩ মাসের মধ্যে প্রণয়ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ আদেশ দেন সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ । শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের এই নীতিমালা প্রণয়ন করতে আদেশ দেওয়া হয়েছে।

অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া গণমাধ্যমকে বলেন, আদালত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন। এই রায়ের মাধ্যমে শিক্ষকদের দীর্ঘদিনের আশা ও দাবি পূরণ হলো। আমরা আশা করছি, আদালতের রায় অনুসরণ করে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সংশ্লিষ্টরা।

এর আগে এক রিটে বিভিন্ন জেলার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক বদলি নীতিমালা তৈরির নির্দেশনা চাওয়া হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া এবং তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image